Site icon suprovatsatkhira.com

গাড়ির হেড লাইটে কালোস্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধন

নিরাপদ সড়কের দাবিতে চলমান ট্রাফিক সপ্তাহে ল স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গাড়ির হেড লাইটের উপরে কালো স্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১টায় খুলনা রোড মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, বিভিন্ন যান বহনের হেড লাইটের উপরে কালো স্টিকারের প্রলেপ দেওয়ার ফলে গাড়ির চালক হেড লাইট হাই-লো করার সময় সামনের কোনো ব্যক্তির চোখে আলোর ঝলকানি লাগবে না। ফলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। তিনি নিজ নিজ উদ্যোগে গাড়ির হেড লাইটের উপরে এ ধরনের কালো কালির প্রলেপ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল কলেজের প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা অ্যাড. শরীফ আজমীর হোসাইন রোকন, সার্জেস্ট মোশারফ হোসেন, সার্জেস্ট আব্দুল হাই, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাহসিন কবির খান শান্ত, সহ-সভাপতি অসীম হায়দার, যুগ্ম সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুন্নাহার কাকুলি, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক প্রবল কুমার সানা, সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক মীর মাহমুদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দীন, নির্বাহী সদস্য মেহের আলী, জামিলা খাতুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version