আগস্ট ১৩, ২০১৮
গাড়ির হেড লাইটে কালোস্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধন
নিরাপদ সড়কের দাবিতে চলমান ট্রাফিক সপ্তাহে ল স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গাড়ির হেড লাইটের উপরে কালো স্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১টায় খুলনা রোড মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, বিভিন্ন যান বহনের হেড লাইটের উপরে কালো স্টিকারের প্রলেপ দেওয়ার ফলে গাড়ির চালক হেড লাইট হাই-লো করার সময় সামনের কোনো ব্যক্তির চোখে আলোর ঝলকানি লাগবে না। ফলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। তিনি নিজ নিজ উদ্যোগে গাড়ির হেড লাইটের উপরে এ ধরনের কালো কালির প্রলেপ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। 8,412,587 total views, 740 views today |
|
|
|