নওয়াবেকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের ১২নং গাবুরা ইউনিয়নে ভিজিএফ’র চাউল ভর্তি ট্রলার ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাবুরার দ্বীপ নামক স্থানে ৯নং সোরা ¯øুইস গেট সংলগ্ন বালুর চরে বেধে খোলপেটুয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। জানা যায়, গাবুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দারা ভিজিএফের চাউল নিয়ে বাড়ি যাওয়ার সময় প্রায় ৪৫ জনের চাউল ভর্তি ট্রলারটি বালুর চরে বেধে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম এলাকাবাসীর সহযোগিতায় ডুবে যাওয়া চাউল ও ট্রলারটি উদ্ধার করেন। প্রসঙ্গত, চাঁদনীমুখা বাজার থেকে ট্রলার যোগে ভিজিএফের চাউল নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
9,104,276 total views, 8,415 views today