আগস্ট ১০, ২০১৮
গাছের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ নেই বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক
![]() গাজী আসাদ: ‘গাছের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ নেই। গাছ আমাদের অনেক উপকার করে। দেশে বনভ‚মির পরিমান আগের তুলনায় বেড়েছে, তবে সেটা এখোন ২৫ শতাংশ হয়নি। তাই বৃক্ষরোপণ অব্যাহত রাখতে হবে। মানুষ গাছ আর বই এই দুটো জিনিস টাকা দিয়ে কিনতে চায় না। তবে এটা সত্য এখন মানুষ বই কিনছে, গাছও কিনছে। গাছ রোপণ অব্যাহত রাখার সাথে গাছের বৈচিত্র্যও বাড়াতে হবে। শুধু এক রকম গাছ লাগালে হবে না।’ 5,918,954 total views, 3,516 views today |
|
|
|