আশাশুনি প্রতিনিধি: আশাশুনির গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। তিনি এ নিয়ে পরপর সাতবার বিদ্যালয়ের সভাপতি হলেন। বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র তত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে নির্ধারিত সময়ে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডলিম ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় তাকেই সভাপতি ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, দাতা সদস্য নুুর মোহাম্মদ মোল্যা, শিক্ষক প্রতিনিধি শিপ্রা রানী বৈরাগী, মঈনুদ্দীন, কমলেশ সানা, অভিভাবক সদস্য হরিদাসী মণ্ডল, শাহীনুল ইসলাম, হোসেন আলী সরদার, আবুল কালাম আজাদ, বাপ্পী কুমার শীল, সহকারি প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় প্রমুখ।