Site icon suprovatsatkhira.com

খেশরায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: তালার খেশরা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ২০ আগস্ট খেশরা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডধারীদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে নয় কেজি করে। আবার এক পরিবারকে একাধিক কার্ড দেওয়ারও অভিযোগ রয়েছে।
খেশরা ইউনিয়নের শাহজাতপুর গ্রামের সাজ্জাত গাজীর স্ত্রী ফরিদা বেগম, শহর আলী জোয়াদ্দারের স্ত্রী জোসনা বেগম, এরফান মোড়লের ছেলে রহমত মোড়ল, নেকমাল মোড়লের ছেলে উকিল মোড়ল, আকিমুদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী, আমজাদ মোড়লের ছেলে সালাম মোড়ল, খেশরা গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে সাত্তার গাজী এবং ডুমুরিয়া গ্রামের হাতেম মোড়লের ছেলে রহমত মোড়লসহ একাধিক ভিজিএফ কার্ডধারী জানিয়েছেন, তাদেরকে ২০ কেজি চালের পরিবর্তে নয় কেজি করে চাল দেয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে তাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়।
তবে, কিছু ব্যক্তির কাছ থেকে ১০ কেজি করে চাল ভাগ করে নিয়ে যারা কার্ড পায়নি এমন ব্যক্তিদের মাঝে নয় কেজি করে চাল বিতরণের তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।
এ ব্যাপারে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। মেম্বরদের কার্ড বিতরণের জন্য বলা হয়েছিল। এসময় লোক বেশী হওয়ায় কিছু কার্ড ভাগ করে বিতরণ করা হয়। তবে এ ব্যাপারে ইউএনও স্যার ফোন করে নিষেধ করলে আর দেওয়া হয়নি। পরে যথাযথ নিয়মে চাল বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version