আগস্ট ১, ২০১৮
খানা-খন্দে ভরা কলবাড়ি-নীলডুমুর সড়ক, আগ্রহ হারাচ্ছে পর্যটকরা
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের কলবাড়ি-নীলডুমুর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে নালায় রূপান্তর হচ্ছে। পর্যটন ও বাণিজ্যিক এলাকা হলেও এ সড়ক নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। এলাকাবাসীর দাবি, দ্রæত সড়কটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলসহ ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচন করা হোক। 8,412,891 total views, 1,044 views today |
|
|
|