Site icon suprovatsatkhira.com

কয়রায় পুলিশ সদস্যের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি: কয়রায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আকরামুল ইসলাম সুমন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ^রপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।
সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি..রাজিউন)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর পূর্বে আকরামুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ খুলনার কয়রা থানায় কর্মরত অবস্থায় তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হন। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী ও তিন বছরের শিশুকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে আকরামুল ইসলামের মৃতদেহ গ্রামের বাড়িতে আসলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, মৃত পুলিশ সদস্যের রুহের মাগফিরাত কামনায় শোকজ্ঞাপন করেছেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফজর আলী প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, খুলনা পুলিশ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের পক্ষে ওসি (বেতার রেঞ্জ) আসাদুজ্জামান শাহীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরহুমের দাফনে অংশগ্রহণ করেন। এসময় তিনি সরকারি কল্যাণ তহবিল থেকে মৃত পুলিশ সদস্যের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা এবং কয়রা থানার ওসির পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version