আগস্ট ১২, ২০১৮
ক্যান্সারের ঝুঁকি কমায় পেঁপে
![]() বাহলুল করিম: পেঁপে এক ধরণের ফল বা সবজি। পাকা পেঁপে সকলের কাছে খুবই প্রিয়। ক্যান্সারের ঝুঁকি কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হৃদরোগে, কোষ্ঠকাঠিন্য সমস্যায়, কৃমি দূর করতে, কোলেস্টোরেল কমাতে, দাদ ও একজিমা সমস্যায় কাঁচা ও পাকা পেঁপে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধিতে, ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বৃদ্ধিতে, হজম শক্তি বৃদ্ধিতে, চুলের গোড়া শক্ত করতে, ব্রণের দাগ দূর করতে পেঁপে ওষুধের মতো কাজ করে থাকে। পাঁকা পেঁপে পাখিসহ অন্যান্য পশুপাখি খেয়ে থাকে। 2,573,723 total views, 3,940 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|