আগস্ট ১৬, ২০১৮
কোনভাবেই বাধা যাচ্ছে না খোলপেটুয়ার ভেঙে যাওয়া বাঁধ
সমীর রায়, আশাশুনি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের থানাঘাটায় খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি ২য় বারের মতো সংস্কার করা হলেও বুধবার দুপুরের জোয়ারে তা আবারো নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার (১৫ আগস্ট) সকালে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃতে গ্রামের শত শত মানুষ ভেঙে যাওয়া বেড়িবাঁধটির কিছুটা ঘুরে রিংবাঁধ দিয়ে পানি আটকে দিতে সক্ষম হয়। কিন্তু খোলপেটুয়া নদীর করালগ্রাসে দুপুরের জোয়ারেই আবার রিংবাঁধের প্রায় ৩০ হাত জায়গা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে বিকাল থেকে আবারও লোকজন নিয়ে বাঁধটি মেরামত করতে শুরু করেন ইউপি চেয়ারম্যান সাকিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাতেও জেনারেটর জালিয়ে কাজ চলছিল। 8,881,693 total views, 1,094 views today |
|
|
|