কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে শিবিরের সাবেক উপজেলা সভাপতিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেশবপুরের মজিদপুর গ্রামের মৃত রোস্তম সরদারের ছেলে শিবিরের সাবেক উপজেলা সভাপতি আবদুল খালেক (৪৭), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের আবদুল মান্নানের ছেলে হেলাল বিশ্বাসকে (৩০)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মজিদপুর গ্রাম থেকে নাশকতা মামলার আসামি শিবিরের সাবেক উপজেলা সভাপতি আবদুল খালেক, আলতাপোল গ্রাম থেকে নাশকতা মামলার আসামি পৌর যুবদলের নেতা উজ্জল বিশ্বাস এবং একই গ্রাম থেকে নাশকতা মামলায় পৌর যুবদলের নেতা হেলাল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
কেশবপুরে শিবিরের সাবেক উপজেলা সভাপতিসহ গ্রেফতার ৩
https://www.facebook.com/dailysuprovatsatkhira/