Site icon suprovatsatkhira.com

কেশবপুরে নিখোঁজ হওয়ার ৩৬ দিন পর গৃহবধূ উদ্ধার

কেশবপুর (যশোর) প্রতিনিধি: নিখোঁজ হওয়ায় ৩৬ দিন পর যশোরের কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের গৃহবধূ আনজুয়ারা বেগম (৪৬) কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে যশোরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়, ১৯৯৮ সালে উপজেলার সাতবাড়িয়া গ্রামের বজলু মোড়লের মেয়ে আনজুয়ারা বেগমের সাথে একই গ্রামের আলাউদ্দীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে। গত ৯ জুলাই পারিবারিক কলহের জের ধরে আনজুয়ারা বেগম সবার অজান্তে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর দুইদিন ধরে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে আনজুয়ারা বেগমের ছেলে মেহেদী হাসান পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং-২৪৯। এ ডায়েরির সূত্র ধরে আনজুয়ারা বেগমকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে গত ১৩ আগস্ট বিকেলে থানার এসআই নাজমুল হুসাইন ও শেখ সোহরাব উদ্দীন যশোরের মসজিদ কলোনীর একটি ৫ তলা ভবন থেকে আনজুয়ারা বেগমকে উদ্ধার করে। এ ব্যাপারে এএসআই শেখ সোহরাব উদ্দীন জানান, আনজুয়ারা বেগমের কললিস্টের সূত্র ধরে তাকে উদ্ধার করা হয়েছে। ১৪ আগস্ট তাকে আপনজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version