আগস্ট ১৮, ২০১৮
কেশবপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার বরখাস্ত
কেশবপুর প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার কেয়ারটেকার রুহুল আমীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ আগস্ট ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক সৈয়দ আব্দুল মইন স্বাক্ষরিত ১০৭/ইফা:য:/মউশিক/এমসিটি/ব্য:নথি/০৫/১২/১৫৯(৭) নম্বর স্মারকের পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 8,703,031 total views, 5,363 views today |
|
|
|