Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেল ৪টায় কৃষ্ণনগর বাজারের বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসি থেকে ল্যাপটপটি উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।
বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসীর সত্বাধিকারি ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ল্যাপটপ ক্রেতা স্বপন বিশ্বাসের ছেলে অচিন্ত্য বিশ্বাস, ধর্মদাস বসাকের ছেলে সম্রাট, সেকেন্দার এর ছেলে আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
তাদের দেওয়া সূত্র ধরে চোর দলের সদস্য আমিমুল ইহসান এর ছেলে হাবিবুল্লাহকে আটক করে স্থানীয় জনগণ। পরে আটককৃতদের কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই গভীর রাতে তিনটি তালা ও গ্রিল কেটে ল্যাপটপ, প্রজেক্টর, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version