কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বহেরা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আব্দুল ওহাব শাহাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাকিবুল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধান বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউল সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, জেলা কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন খোকন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূরুল মোমিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম আলি মোল্লা, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুর জামান চঞ্চল, সাধারণ সম্পাদক আল আমিন রাজিব, শামীম মাস্টার, নূর মোহাম্মদ, মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি মো. শহীদ শাহাজী।
কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/