ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য আসাদুল ইসলাম, ইউপি সদস্য রওনাকউল ইসলাম, শাহাদাত হোসেন, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, প্রেম কুমার, অচিন্ত মন্ডল, ভরত চন্দ্র সরকার, বিকাশ সরকার, মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার।
প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুলিয়া ইউনিয়নের চার হাজার ৮শ ৯৫টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হবে। যার উদ্বোধনী দিনে ১, ২, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের মাঝে নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ করেছেন কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম।