কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেনের মা মনোয়ারা খাতুন (৪৫) মারা গেছেন। সোমবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি সাতক্ষীরা ইসলামী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনোয়ারা খাতুন দীর্ঘদিন যাবত পেটের টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাদ আছর জানাযা শেষে জয়নগর পাড়াস্থ পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা রেজাউল করিম।
জানাযা নামাজে উপস্থিত থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি স.ম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মহসীন আলম পাড়, আ.লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, কাশিমাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম, সমাজসেবক আব্দুল জলিল, আলী আফসার প্রমুখ।
কাশিমাড়ীতে যুবলীগ নেতার মায়ের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/