কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম তমিজ উদ্দীন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৯ আগস্ট) বিকেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন, মৌতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসীন উদ্দীন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম তমিজ উদ্দীন আহম্মেদসহ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকবৃন্দের রূহের মাগফিরাত ও প্রেসক্লাবের অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তমিজ উদ্দীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/