কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মৌতলা ইউনিয়নের ঝড়–খামার গ্রামের সোবহান হোসেনের এর ছেলে রফিকুল ইসলাম, একই এলাকার আবুল হোসেনের ছেলে মোতাহার হোসেন ও শেখ আব্দুস সবুরের ছেলে বাবু গাজী, নলতা ইউনিয়নের নলতা গ্রামের নাদের গাজীর ছেলে শওকাত গাজী, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের সোয়েদ আলীর ছেলে নুর মোহাম্মদ। কালিগঞ্জ থানার সহকাররি উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, বুধবার গভীর রাতে কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ওয়ারেন্টের আসামিদের গ্রেফতার করেন। বুধবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
6,850,482 total views, 2,144 views today