কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (খুলনা-৯৫০) শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) সকাল ৯টায় শ্রমিক ইউনিয়নর কার্যালয় থেকে র্যালি বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর।
এছাড়া উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ বাবুল হোসেন, ক্যাশিয়ার মাহবুবুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শোক র্যালি ও আলোচনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/