সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: কালিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর দেশে পরিণত হয়েছে। প্রযুক্তি সুবিধার কারণে বাংলাদেশের ছোট কুড়ে ঘর থেকে অ্যামেরিকাসহ বিশ্বের যে কোন দেশের মানুষের সাথে যোগাযোগ করা সহজ হয়েছে। ভিডিও কলের মাধ্যমে একে অন্যের ছবি দেখতে পাচ্ছে। এগুলো সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। শিক্ষার্থীরা যাতে শুরু থেকেই প্রযুক্তির জ্ঞান নিয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ শুরু করা হয়েছে।
এসময় শিক্ষা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে এক কোটি টাকার করে বৈজ্ঞানিক সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/