কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক পাঁচ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত আমজেদ আলী মীরের ছেলে মিজানুর রহমান মিঠু, মৃত নাজের মোড়লের ছেলে আবু সাঈদ মোড়ল, মীর আয়ুব আলীর ছেলে মীর সাদেক আলী, এরশাদ মীরের ছেলে আব্দুস সবুর মীর ও পাইকাড়া গ্রামের মৃত বরকতুল্যাহ সরদারের ছেলে আনছার সরদার।
কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিবাটি গ্রামে মীর মোস্তাক আহম্মেদের বাড়িতে জুয়া খেলার সময় উপ-পরিদর্শক সুধাংশ শেখর হালদার, সহকারী উপ-পরিদর্শক জাহিদ ও হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশ মিজানুর রহমান মিঠু, সাঈদ মোড়ল, মীর সাদেক আলী, সবুর মীর ও আনছার সরদারকে আটক করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জুয়াড়ির প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।