কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক আকবর আলী গাজী নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের নুর উদ্দিন এর ছেলে।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে থানার সহকারি উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ওয়াবদ ও ঈদগাহের পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনরত অবস্থায় আকবর আলী গাজীকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/