Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল-জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবী ও এক জুয়াড়িকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, সহকারি উপ-পরিদর্শক হাসান শাহরিয়ারের নেতৃত্বে পুলিশ শনিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের খান বাহাদুর আহ্ছানউল্লাহ সেতু সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় যশোর কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের হুমায়নের ছেলে নয়ন হোসেন (২০) ও রহমান ঢালীর ছেলে ইব্রাহিম ঢালীকে (২১) আটক করে।
এদিকে, পৃথক আরও একটি অভিযানে থানার পিএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়া খেলার অপরাধে ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের মাজেদ গাজীর ছেলে হায়দার আলী গাজীকে (৪৮) আটক করে। পরবর্তীতে উপজেলা কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়ন হোসেন ও ইব্রাহিম ঢালীকে পাঁচ দিনের বিনাশ্রম সাজা ও হায়দার আলীকে দুইশ টাকা জরিমানা করেন।
এছাড়া, পুলিশ শুক্রবার দিবাগত রাতে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামে অভিযান চালিয়ে আফছার আলীর ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করেন। তাকে শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version