কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের আফছার আলী সরদারের ছেলে আশরাফুল ইসলাম পুটু (২৫) ও মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে শাহীনুর রহমান (৩৮)।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার (১ আগস্ট) সকালে থানার সহকারি উপ-পরিদর্শক হাসান শাহারিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরযমুনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আশরাফুল ইসলাম পুটু ও শাহীনুর রহমানকে আটক করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/