Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ৩৬ নারীর ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: প্রতারণার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে কালিগঞ্জের ৩৬ গর্ভবতী নারী এবং অন্যান্য স্থান থেকে মোট ১৩২ জনের ভাতাসহ অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় এক ভুক্তভোগী নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ভুক্তভোগী শাহিনুর রহমানের দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ০১৯৮২৫৮৫৮৬৩ মোবাইলে (বিকাশ নম্বর) ফোন করে বাচ্চা সংক্রান্ত তথ্য নিতে একটি নম্বর চাপতে বলে। নম্বরটি চাপার সাথে সাথে তাদের ব্যবহৃত মোবাইলে থাকা ভাতা হিসেবে প্রাপ্ত দুই হাজার দুইশ টাকাসহ সম্পূর্ণ টাকা উধাও হয়ে যায়। এঘটনায় তিনি সাধারণ ডায়েরি করেছেন (নং-৭৬৬, তারিখ: ১৮-০৮-১৮ খ্রি.)। দরিদ্র অসহায় গর্ভবতী নারীর টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত প্রতারক চক্রকে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলা অফিস কো-অর্ডিনেটর আশীষ হালদার জানান, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্প থেকে গর্ভবতী নারীদের কল্যাণের জন্য ভাতা হিসেবে প্রতিমাসে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দুই হাজার দুইশ টাকা হারে প্রদান করা হয়। বিধি মোতাবেক টাকা প্রেরণের পরপরই একটি প্রতারক চক্র ৩৬ গর্ভবতীর নারীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি আরও জানান, কালিগঞ্জের ৩৬ জন নারীসহ নবযাত্রা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার ৮৬ ও খুলনার কয়রা উপজেলার ১০ জন নারীর মাতৃত্ব ভাতাসহ সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version