কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (১১) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মুত্যু হয়েছে।
শনিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মেহেদী হাসান ওই গ্রামের মিজানুর রহমান ঢালীর ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের অজান্তে মেহেদী বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বিভিন্ন স্থানে খোঁজখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।