কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দলিল লেখক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ প্রবীণ দলিল লেখক সুধীর কৃষ্ণ ঘোষ (৮৫) পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতি মঙ্গলবার কলমবিরতি পালন করেছেন। এছাড়াও শোক পালনের লক্ষ্যে সকল দলিল লেখক ও সহকারিবৃন্দ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাম চন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নূর আব্দুল বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম আইয়ূব জুলু জানান, দলিল লেখক সুধীর কৃষ্ণ ঘোষ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নায়ায়ণপুরে নিজের বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে কাঁকশিয়ালী মহাশ্মশানে সুধীর কৃষ্ণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/