কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতাধীন ‘দরিদ্র জনগোষ্ঠীর জীবন-মানোন্নয়নকে গতিশীল করতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১টায় নবযাত্রা প্রকল্পের উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন নবযাত্রা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার। তিনি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কালিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
ইউএসএআইডি-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উইনরক ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কর্তৃক কালিগঞ্জ উপজেলায় পরিচালিত পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলার অন্তর্গত কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা এবং খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় ঝুঁকিপূর্ণ নারী-পুরুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধনের পাশাপাশি নারী-পুরুষ সমতা আনয়ন ও স্থানীয় সরকারের সেবার মান বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, লাভলু আক্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
কালিগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে মিডিয়ার ভূমিকা বিষয়ক মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/