কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের গড়–ইমহল গ্রামের দুখে গাজীর ছেলে শাহাদাৎ হোসেন, বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মোমিন মোল¬ার ছেলে মিন্টু মোল¬া, হোগলা গ্রামের সাত্তার সানার ছেলে কাজল সানা ও ভাড়াশিমলা ইউনিয়নের দাঁদপুর গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে রওশান আলী গাজী। কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক সোহেল রানা জানান, রোববার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/