কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় উত্তর শ্রীপুর ফুটবল একাদশ ফাইনালে উন্নীত হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় কসমস ক্লাবের আয়োজনে দ্বিতীয় পর্বের খেলা কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে শ্যামনগর উপজেলার চালতেঘাটা মহাসীন রেজা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান ও তাপস সরকার।
উল্লেখ্য আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনালে উত্তর শ্রীপুর ফুটবল একাদশের মুখোমুখি হবে নলতার জাহেদানগর ফুটবল একাদশ।