Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে গণধর্ষণের অভিযোগে আটক ১

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে এক নারীকে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হান্নান পাড় (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার নলতা ইউনিয়নের বেজোরআটি এলাকায়।
কালিগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে ওই গৃহবধূ নলতার ঝায়ামারীতে তার পিতার বাড়িতে বসবাস করছিলেন। এক পর্যায়ে পাশর্^বর্তী কাজলা গ্রামের নওশের পাড়ের জামাতা পল্লী চিকিৎসক মনিরুজ্জামান (৩৫) ওই নারীকে একটি ক্লিনিকে চাকুরির প্রলোভন দেখিয়ে নলতায় নিয়ে আসে।
পরবর্তীতে ইন্দ্রনগর গ্রামের হাসান পাড়ের ছেলে ফিরোজ হোসেন (২৬) ওই নারীকে নিয়ে কয়েকদিন পূর্বে জনৈক রফিকুল ইসলামের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন।
রবিবার রাত ১০টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার এবং আপত্তিকর অবস্থায় হান্নান পাড়কে আটক করেন।
তবে এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফিরোজ হোসেন ও মনিরুজ্জামান।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কিন্তু বিষয়টি সম্পর্কে তথ্য নিতে গেলে কর্তব্যরত উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম নানা ভাবে টালবাহানা করায় সংবাদকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তবে একাধিক সূত্র জানায়, ওই নারী স্বেচ্ছায় ফিরোজ হোসেনের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিল। গণধর্ষণের বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version