Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ইউপি সদস্যদের কালো ব্যাজ পরালেন উপজেলা চেয়ারম্যান

কালিগঞ্জ প্রতিনিধি: শোকাবহ আগস্টের দ্বিতীয় দিনে কালিগঞ্জ উপজেলা মেম্বর অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে কালো ব্যাজ পরিয়ে দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টায় মেম্বর অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ১২টি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্যদেরকে কালো ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এসময় মেম্বর অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি শেখ ওয়াহেদুজ্জামান তার বক্তব্য বলেন, ১৯৭১ সালে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে যুদ্ধে গিয়েছিলাম। সে সময় কোন কিছুর পাওয়ার আশায় আমরা যুদ্ধ করিনি। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের দোসররা যড়যন্ত্র করে জাতির জনককে সপরিবারে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক ইতিহাসের সৃষ্টি করেছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, মেম্বর অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সোহেল, ক্যাশিয়ার মনিরুজ্জামান মনি, মহিলা সম্পাদিকা খোদেজা বেগম, উপদেষ্টা আহম্মদ আলী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version