কালিগঞ্জ প্রতিনিধি: হাইকোর্টের আইনজীবী আরিফুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এসএম নুরুল ইসলাম (৮৫) আর নেই। মঙ্গলবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর দুলাবালা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এসএম নুরুল ইসলাম শ্যামনগরের ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপিঠে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শ্যামনগরের নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় ও ছুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।