Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের প্রবাজপুর শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের এক অনুপম নিদর্শন

শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জ সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কালের সাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক প্রবাজপুর শাহী জামে মসজিদ। মুসলিম স্থাপত্যের এই অনুপম নিদর্শন যা স¤্রাট আওরঙ্গজেবের সময়ে নির্মিত।
ইতিহাস থেকে জানা যায়, ১১০৪ হিজরী সনে (১৯ রমজান) অর্থাৎ ১৬৭৮ খ্রিষ্টাব্দের ২ মে তৎকালীন দুলিহার পরগনায় প্রতিষ্ঠিত হয় প্রবাজপুর শাহী জামে মসজিদ। স¤্রাট আওরঙ্গজেবের নির্দেশে তার সেনাবাহিনীর নামাজের জন্য মসজিদটি নির্মাণ করা হয়। এক গম্বুজবিশিষ্ট মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলী হিসেবে এখনও সবার নজর কাড়ছে।
তবে, মসজিদটি জ্বীনের তৈরি বলেও অভিমত রয়েছে। এই মসজিদের নির্মাণ কাজে ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ ৫২ বিঘা জমি দান করেছেন। স¤্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবেদার পরবাজ খাঁ এই মসজিদ নির্মাণ করেন বিধায় সুবেদার পরবাজ খাঁর নামানুসারে ওই গ্রামের নাম হয়েছে প্রবাজপুর এবং মসজিদটির নাম দেওয়া হয়েছে প্রবাজপুর শাহী মসজিদ।
দৃষ্টিনন্দন এ মসজিদটির বহির্বিভাগের দৈর্ঘ্য ৫২ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৩৯ ফুট ৮ ইঞ্চি। মসজিদের অভ্যন্তরে ২১ ফুট ৬ ইঞ্চির বর্গাকৃতির একটি নামাজের জায়গা রয়েছে।
মসজিদের দেয়ালগুলো ৫ ফুট ৯ ইঞ্চি থেকে ৭ ফুট পুরু। আর মসজিদের প্রধান দরজাটি ৪ ফুট ৭ ইঞ্চি প্রশস্ত। এছাড়া ৬ পুট ৯ ইঞ্চি প্রশস্ত একটি বারান্দা ছিল যা এখন আর নেই।
মসজিদটিতে মোট ১০টি দরজা থাকলেও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি করা হয়েছে। তিনটি অলংকৃত মেহরাবও রয়েছে মসজিদটিতে।
জানা যায়, ১৯৬৫ সালে পরিত্যক্ত মসজিদটি কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের সোহরাব আলী পরিস্কার পরিচ্ছন্ন করে নামাজের উপযোগী করেন। সুলতানী আমলে নির্মিত প্রবাজপুর শাহী জামে মসজিদ একটি প্রাচীন এবং প্রতœতাত্তি¡ক স্থাপনা, যা ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। দেশ ও দেশের বাইরের অনেক পর্যটক এখনও মসজিদটি দেখার জন্য সেখানে ভীড় করেন।
যেভাবে যাবেন প্রবাজপুর শাহী জামে মসজিদে:
দেশের যে কোন স্থান থেকে সাতক্ষীরা পৌঁছে বাস বা ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে যেতে হবে কালিগঞ্জ উপজেলায়। বাসে ৫০ পাকা এবং ভাড়ায় চালিত মোটর সাইকেলে ১০০ টাকায় পৌঁছানো যাবে সেখানে। এরপরে কালিগঞ্জের ফুলতলা মোড় থেকে ভ্যানে (ভাড়া ১০ টাকা) করে পাওখালি মোড়ে নামতে হবে। পাওখালি বাজার থেকে আবার ভ্যানে করে দেয়া বাজারের উপর দিয়ে প্রবাজপুর শাহী জামে মসজিদে পৌঁছানো যাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version