Site icon suprovatsatkhira.com

কল্যাণপুর গ্রামের মুক্তিযোদ্ধা এমদাদুল হক আর নেই

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কল্যাণপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তরফদার (৬৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩১ জুলাই) ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এমদাদুল হক দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১ আগস্ট) বেলা ১১টায় কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কল্যাণপুর মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল হক তরফদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শিক্ষক নুরে আযম সিদ্দিকী, মরহুমের ছেলে ইঞ্জিনিয়র সোহেল হোসেন। মরহুমের নামাযে জানাযায় ইমামতি করেন মাওলানা আবু জাফর সিদ্দিকী। জানাযা নামায শেষে মরহুমের মরদেহ তার খুলনার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version