কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলামকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা সংক্রান্ত মামলার চার্জশিটভুক্ত আসামি। এ কারণে তিনি দীর্ঘদিন পৌরসভার কার্যক্রমে যোগদান করেন না। পৌরসভায় না আসায় সকল কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অবগতি করার পর পৌর আইনের ২০০৯ এর ৩১ ধারার উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি।
কলারোয়া পৌর মেয়র আক্তারুল বরখাস্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/