কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ আগস্ট) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে গ্রেফতার করে বিকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে।