Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমাণ বই মেলায় বিভিন্ন প্রকার কয়েকশ বই রয়েছে। বইপ্রেমীরা এখানে অবস্থান করে বই পড়তে পারবেন এবং নির্দিষ্ট
মূল্যে বই কিনতেও পারবেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফিল্ড অফিসার জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বই পড়তে আগ্রহী করার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করে আসছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় আসার অনুরোধ জানান। উল্লেখ্য, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীসহ সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়েছে। মেলা শেষ হবে ৫ আগস্ট।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version