Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৯জনকে সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা থেকে ৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত নয়জনকে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া উপজেলা পরিষদ। শনিবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, দুদকের উপ-পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, ব্র্যাক বাংকের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান আসাদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ ও কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।
অনুষ্ঠানে সাজ্জাদুর রহমান (বিসিএস এডমিন), এম সাইফুল্লাহ (বিসিএস এডমিন), মো. আরিফুজ্জামান (বিসিএস এডমিন), মাসুদুর রহমান (বিসিএস শিক্ষা), শাহিন আলম (বিসিএস শিক্ষা), আশরাফুজ্জামান (বিসিএস শিক্ষা), নিত্যনন্দন ঘোষ (বিসিএস শিক্ষা), মো. মনিরুজ্জামান (বিসিএস শিক্ষা), মো. রাজু হোসেনকে (বিসিএস শিক্ষা) সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাজাহান আলী শাহিন ও আব্দুল আল মামুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version