মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে থানার চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ এই চারা বিতরণ করেন।
এসময় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল, সিংগা বিএসএইচ হাইস্কুলসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশের পরিদর্শক শেখ শরিফুল ইসলাম, পাইলট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, স্কাউটের টিম লিডার শিক্ষক মনিরজ্জামান, মডেল হাইস্কুলের শিক্ষক কবিরুল ইসলাম প্রমুখ।