কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, ইউনিয়ন কমান্ডার আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, সিদ্দিকুর রহমান রোববার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলারোয়ায় মুক্তিযোদ্ধা সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/