কলারোয়া প্রতিনিধি: ‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলামসহ বিভিন্ন চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ ও পুষ্টি মেলা ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে।