কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুলিশের অভিযানে জামায়াত-বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে দাউদ আলী (৫৫), একড়া গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), ঝাপাঘাট গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে কুরবান আলী (৫০), খোরদো বাটরা গ্রামের আতিয়ার গাজী ছেলে কামরুল (৩০), কয়লা গ্রামের মৃত ভাবির গাজী ছেলে আব্দুল জলিল (৫০), বাগাডাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে শাহাজান আলী (৪৫), দক্ষিণ মুরারীকাটির মৃত মোহাম্মদ আলীর ছেলে জয়নাল শাহজী (৩৮), লোহাকুড়া গ্রামের এরশাদ আলী সরদার ওরফে বাবুর ছেলে শাহজাহান হাজী (৪০), রামভদ্রপুর গ্রামের মহিউদ্দীন আনসারীর ছেলে হেলাল আনসারী (৫০), দেয়াড়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে মো. জিয়াউর রহমান শেখ (৩৮), ওফাপুর গ্রামের আমীন উদ্দীন মোড়লের ছেলে ওজিয়ার রহমান (৪৭), ওফাফুর গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৬৫), মৃত শেখ সিরাজুল এর ছেলে মনিরুজ্জামান খান(৪৫), ওফাপুর গ্রামের নিজামউদ্দীন শেখের ছেলে শফিকুল ইসলাম (৪৭), কেরালকাতা গ্রামের মৃত ইফাতুল্লাহ সরদারের ছেলে আব্দুল গফ্ফার (৫৫)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নাশকতা পরিকল্পনার সময় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় সেখান থেকে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদেরসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
8,972,983 total views, 4,665 views today