কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার একাধিক নাশকতা মামলার আসামি মো. আনিছুর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। সে কলারোয়া উপজেলার পুটুনী গ্রামের মৃত আব্বাস আলী মোড়লের ছেলে। রোববার (৫ আগস্ট) ভোরে কলারোয়া থানা পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।