Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় টাকা না দেওয়ায় মৃত্যু সনদ পেলেন না রহিমা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউপি সচিবের বিরুদ্ধে মৃত্যু সনদ পেতে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। ঘুষ না দেওয়ায় মৃত্যু সার্টিফিকেট দিতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে জয়নগর ইউনিয়নের এক ইউপি সদস্য এই ঘটনা জানান।
উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামের ইব্রাহীম সরদারের স্ত্রী রহিমা খাতুন জানান, গত ২৫ জুলাই তার শ্বাশুড়ি হামিদা বেগম মারা যান। হামিদা বেগমের নামে বিধবা ভাতার কার্ড ছিলো। গত ৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার পর তিনি শ্বাশুড়ির মৃত্যু সনদ তোলার জন্য জয়নগর ইউপি কার্যালয়ে যান। মৃত্যু সনদ নেওয়ার জন্য তিনি সচিবের কাছে শ্বাশুড়ির জন্ম সনদ পত্র দেন। সচিব জি এম হাবিবুর রহমান হামিদা বেগমের মৃত্যু সার্টিফিকেট লিখে রহিমার কাছে দুইশ টাকা চান। তখন রহিমা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার শ্বাশুড়ির মৃত্যু সার্টিফিকেট সচিব দেননি। বরং তিনি মৃত হামিদার জন্ম সনদটিও রেখে দেন।
এ বিষয়ে জয়নগর ইউপি সচিব জি এম হাবিবুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version