আগস্ট ২০, ২০১৮
কলারোয়ায় আমন আবাদে বিপর্যয়
![]() মোজাহিদুল ইসলাম, কলারোয়া: ‘শ্রাবণের ১২ ও ভাদ্র্র মাসের ১৩ এর মধ্যে যত পার আমন চাষ কর’- গ্রাম বাংলায় এই প্রবাদ বহু পুরনো। অধিক বৃষ্টির কারণে আমন ধানের চারা রোপণের এটাই সব থেকে উপযুক্ত সময়। কিন্তু এবার শ্রাবণ মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টি হচ্ছে না। এ কারণে আমন আবাদে বিপর্যয় দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছে কৃষক। 6,559,424 total views, 1,446 views today |
|
|
|