কপিলমুনি প্রতিনিধি: ঢাকাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) বিকালে কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ সামছুল আলম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাইকগাছা সুন্দর বার্তার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সময়ের খবরের বিশেষ প্রতিনিধি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল আলম, এম আজাদ হোসেন, পলাশ কর্মকার ও কৃষ্ণ রায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সদস্য ও কলামিস্ট মহাদেব চন্দ্র সাধু, সাবেক সহ-সম্পাদক আমিনুল ইসলাম বজলু, সহ-সম্পাদক প্রবীর জয়, কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদ, এ কে আজাদ, জি এম হাসান ইমাম, শেখ দীন মাহমুদ, অলিউল্লাহ গাজী, মহানন্দ অধিকারী মিন্টু, সবুর আল-আমিন, তপন পাল, সরদার ফরিদ আহম্মেদ ও শেখ খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হেলমেটধারী হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
কপিলমুনিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/