Site icon suprovatsatkhira.com

এলজিইডিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এলজিইডিতে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ আগস্ট) সকাল ১১টায় সদরের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এলজিইডি খুলনা অঞ্চলের তত্ত¡াবধায়ক ও প্রকৌশলী খলিফা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, খুলনার উপ-পরিচালক মো. সাইফুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার সহকারি প্রকৌশলী মো. গোলাম রব্বানী, উচ্চমান সহকারি শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন চিত্র শিল্পী এমএ জলিল। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘বঙ্গবন্ধু’, ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, একাদশ থেকে তদুর্ধ ‘বাংলাদেশের রক্তাক্ত বুক’ বিষয়ের উপরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতেই ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version