আগস্ট ৪, ২০১৮
এমএ জলিলের রং তুলির আচড়ে ভেসে ওঠে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি
বাহলুল করিম: ছোটবেলা থেকেই এমএ জলিল ছবি আঁকতে পছন্দ করতেন। ছবি আকাই ছিল তার ধ্যান-জ্ঞান। স্কুল জীবন থেকেই ছবি এঁকে বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতেন। সারাদিনের কাজের ফাঁকে যেটুকু সময় পান ছবি এঁকে সেই সময়টুকু ব্যয় করেন। ছবিই যেন তার প্রাণ। তার সুনিপুণ হাতের ছোঁয়ায় এক একটি ছবি যেন প্রাণ ফিরে পায়। তার ছবিগুলো মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের কথা। তার ছবিতে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা। এভাবেই তিনি হাজারেরও বেশি ছবি এঁকেছেন। থেমে নেই এমএ জলিল, থেমে নেই তার আঁকাআঁকি। কঠোর পরিশ্রম ও রং-তুলির প্রতি অগাধ ভালবাসাই আজ তাকে বসিয়েছে শ্রেষ্ঠত্বের আসনে। হয়েছেন সাতক্ষীরার গুণী চিত্র শিল্পী। 8,704,776 total views, 1,709 views today |
|
|
|